আওয়ামী লীগের বাচ্চুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
মাদ্রাসা ছাত্র আল আমিন হত্যা সহ একাধিক মামলার আসামী সংখ্যালঘু পরিবারের ভূমি দখলকারী নারীলিপ্সুক আওয়ামী লীগ নেতা মো. বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। হয়েছে বিক্ষোভ মিছিলও। গত রোববার দুপুরে উপজেলার অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ সংলগ্ন সড়কে কয়েকশত নারী পুরূষের অংশ গ্রহণে মানববন্ধনে বাচ্চুকে ভূমি খেকো, আওয়ামী দোসর, জালিয়াত, লম্পট ও এলাকার ত্রাস বলে উল্লেখ করা হয়। মানববন্ধনে ছিলেন বাচ্চুর জালিয়াতি, প্রতারণা ও নির্যাতনের বসত ভিটা ছাড়া সংখ্যালঘু পরিবারের প্রয়াত হরিদাস সূত্রধরের দুই মেয়ে ঝুমা সূত্রধর (২৯) ও নিপা সূত্রধর (২৪)। কান্নাজড়িত কন্ঠে তারা জানিয়েছেন, তাদের মা বাবা ও ভাই কেউই বেঁচে নেই। তারা তিন বোন বড়ই অসহায়। সুযোগে বড় বোন রত্না সূত্রধরকে ফুঁসলিয়ে তাদের স্বাক্ষর না নিয়ে ২৮ শতক জমি ক্রয় করে বাচ্চু। কিন্তু রেজিষ্ট্রি করার সময় ২৮ শতকের সাথে তাদের বসতভিটার ৪ শতকের দাগ লিখে ফেলে। বাচ্চু এ পর্যন্ত ৪টি বানোয়াট মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। তিন বোন বাচ্চুর ভয়ে সর্বক্ষণ আতঙ্কে থাকে। মাদ্রাসা ছাত্র হত্যা ছাড়াও বাচ্চুর নামে অনেক মামলা আছে। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। অরূয়াইল ইউপি বিএনপি’র সাবেক সদস্য মো. নওয়াব মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. আক্কাস মিয়া, চিত্তরঞ্জন ঘোষ, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস ও সাবেক ইউপি সদস্য শিরিন আক্তার বলেন, গত ৫ই আগষ্টের আগে কোন দিনও শুনিনি দেখিনি বাচ্চু বিএনপি। সে আওয়ামী লীগের দোসর। ৬ই আগষ্ট থেকে সে চামড়া বদল করে বিএনপি প্রচার করছে। জালিয়াতি করে সংখ্যালঘু পরিবারের জায়গা দখল করে তাদেরকে গ্রামছাড়া করেছে। সমগ্র অরূয়াইল ঘুরেও অসহায় ওই তিন মেয়ে সঠিক বিচার পায়নি। তাদের উপর নির্যাতনের প্রতিবাদ করায় শুধুমাত্র অসৎ উদ্যেশ্য হাসিলের জন্য বাচ্চু মিথ্যা বানোয়াট এক চাঁদাদাবীর মামলায় আসামী করেছে দুইবারের সফল চেয়ারম্যান মোশাররফ হোসেন, ব্যবসায়ি মোকলেছ ও মাসুক মেম্বারসহ বেশ কয়েকজন ব্যক্তিকে। গত ১১ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক বাচ্চু গ্রেফতারের খবরে অরূয়াইলের মানুষ স্বস্থ্যির নি:শ্বাস ফেলেছিল। কিন্তু প্রভাবশালী দুই বিএনপি নেতার তদবিরে ২ ঘন্টা পর ছেড়ে দেওয়ার খবরে ফুঁসে উঠেছে অরূয়াইলবাসী। সর্বত্র এখন একটাই আলাচনা। বাচ্চু এখন হত্যা মামলার আসামী। তাকে গ্রেফতারের পর কিভাবে ও কেন ছেড়ে দিবেন ডিবি পুলিশ? এই ক্ষোভে আজকে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছেন এখানকার নারী পুরূষ। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী বাচ্চুকে পুনরায় দ্রƒত গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।
আরো পড়ুন।
http://কক্সবাজার পর্যটন শহর হোটেল মোটেল জোন এর মাদক সম্রাট রাসেলের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলছে।