আজ লামা উপজেলার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি :-
আজ ১৮ অক্টোবর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় সরই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক সরই হাই স্কুল মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক সফল মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুর রব জাতীয়তাবাদী দল-বিএনপি লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম , লামা পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দিন কাউন্সিলর,লামা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী কোম্পানি, বান্দরবান জেলা জিসাস এর সভাপতি এডভোকেট মোঃ আলমগীর, জাতীয়তাবাদী যুবদল বান্দরবান জেলা শাখার সভাপতি জহির উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম , লামা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা, জাতীয়তাবাদী মহিলা দল সরই।ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুমি আক্তার।
উক্ত জন সমাবেশে সভাপতিত্ব করেন , সরই ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক মেম্বার আব্দুল হালিম,
উক্ত সমাবেশে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ হারিছ চৌধুরী সদস্য সচিব সরই ইউনিয়ন বিএনপি।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ করিম এলএলবি প্রমুখ।
উক্ত জনসমাবেশে প্রধান অতিথি বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বান্দরবান পৌরসভার সফল মেয়র মোহাম্মদ জাবেদ রেজা বলেন
উন্নয়নের নামে ১৭ বছর বীর বাহাদুরের সন্তান পরিচয় দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা নামে বেনামে টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে । বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এসব অপকর্মের হিসাব বিএনপি কাছে আছে । তাদের এসব অপকর্ম বিএনপি হাতে তুলে নেবেনা তাদের আইনের হাতে তুলে দিবে ইনশাআল্লাহ।