ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্টব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালিত।

ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্টব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালিত।

ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্টব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালিত।

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।

গ্রাহক সেবায় ফিরবে দিন,দেশগড়ায় অংশ নিন এই প্রতি পাদ্য বিষয় কে সামনে রেখে
টেকনাফের হ্নীলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালন  উপলক্ষে এক গ্রাহক সমাবেশ ১৭ সেপ্টেম্বর বিকেলে হ্নীলা হোটেল সিকদার প্লাজাস্থ ইসলামী ব্যাংকের আউটলেট শাখায় অনুষ্ঠিত হয়েছে।
এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এইচ এম ইউনুছ বাঙ্গালীর সভাপতিত্বে আব্দুল্লাহ আলখালেদের পরিচালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক আলহাজ্ব আলতাফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আব্দুস সোবহান,বক্তব্য বিশিষ্ট সমাজ সেবক মুঃ ইসলাম সিকদার, প্রভাষী নুরুল ইসলাম ব্যাংকার রবিউলআলম,গ্রাহক,সেলিম সিকদার, হ্নীলা মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ,ও সাংবাদিক মমতাজুল ইসলাম মনু ও শামসুল আলম শারেক প্রমূখ। সমাবেশে বক্তারা বলেছেন দেশের সংকট কালে  বাংলাদেশের বিভিন্ন  ব্যাংক অর্থ সংকট,দেউলিয়া সহ নানা মূখী সমস্যার সম্মুখীন  হয়েছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ব্যাংক বরাবরের মতো তার স্বকীয়তা ও সুনাম অক্ষুণ্ণ রেখে  গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।এত প্রতিকূল পরিবেশে ও গ্রাহ সেবার মান ধরে রেখেছে।
তাই গ্রাহকদের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে ইসলামীব্যাংক ও তার এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহক হয়ে নিজেদের টাকার নিরাপত্তা নিশ্চিত  করার আহবান জানিয়েছেন।

 

আরো পড়ুন।

 

http://টেকনাফে প্রেমিকের হাত ধরে প্রেমিকার পলায়ন,অতঃপর হয়রানী মূলক মামলা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *