কক্সবাজারের ত্রিফল আর সি অফিসের সামনে ৪ দফা দাবীতে মানববন্ধন করছেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ৪ হাজার শিক্ষক।
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ত্রি-ফল আর সি’ র এডুকেশন সেক্টর,ইউনিসেফ সহ সকল সি আই সি’র কক্সবাজারস্থ কন্ট্রোল অফিসের সামনে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে উখিয়া -টেকনাফের হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এনজিসংস্থার এডুকেশন সেক্টরে কর্মরত
প্রায় ৪ হাজাধিক শিক্ষক মানববন্ধন করছেন।
২২ সেপ্টেম্বর( রবিবার) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের লাবণী পয়েন্টস্থ প্রধান সংলগ্ন ত্রিফল আর সি অফিস, ইউনিসেফ অফিস সহ সকল ক্যাম্পের সি আই সি’র কন্ট্রোল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দাবী দাওয়া সংবলিত ব্যানার, ফেস্টুন সহ সারিবদ্ধ লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা কড়া রৌদ্রে উপেক্ষা করে বেতন বৈষম্য সহ নানান হয়রানির শিকার হওয়া শিক্ষক- শিক্ষিকারা এই মানববন্ধন পালন করেছেন বলে জানাগেছে। এসময় প্রায় ৫০ জনের মত শিক্ষক- শিক্ষিকা প্রচন্ড গরমে অজ্ঞান হয়ে অসুস্থ হয়েপড়েছে।তাদের কে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। এই অসুস্থ শিক্ষকদের দায় নেবেন কারা এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।
এর আগেও শিক্ষক- শিক্ষিকারাগত ২/৩ সপ্তাহ ধরে তাদের নির্ধারত কর্মসূচীর আওতায় স্ব- স্ব এলাকায় মানববন্ধন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস,থানা,সি আই সি অফিস সহ বিভিন্ন প্রশাসনিক সেক্টর ও সংশ্লিষ্ট অফিসে তাদের এই ৪ দফা দাবী সংবলিত স্মারক লিপি প্রদান করেছেন বলে জানান তারা।
তাদের দেয়া ৪ দফা দাবী হল: সকল শিক্ষক তথা হোস্ট ও ক্যাম্পে কর্মরত( ১)এল সিতে ন্যাশনাল শিক্ষকদের যে বেতন, পিএল সিতে ও একই বেতন হতে হবে, তা ছাড়া ন্যাশনাল শিক্ষদের যে স্কেলে বেতন হবে তার থেকে ৫ হাজার টাকা বেশী ভোকশনাল শিক্ষকদের দিতে হবে ( ২)শিক্ষিকাদের মাতৃত্বকালীন বেতন ভাতা সহ ছুটি দিত হবে,(৩) কোন উপযুক্ত কারণ ছাড়া যেন তেন ভাবে শিক্ষক ছাটাই ও বদলী করা যাবনা,(৪)উৎসব ভাতা সহ দুই ঈদের দুই বোনাস দিতে হবে।
তাতে কোন পদক্ষেপ না নেয়ায় জেলা কন্ট্রোল অফিস গুলোর সামনে সর্বশেষ এই মানববন্ধনের সিদ্ধান্ত নেয় তারা। তাতেও যদি এনজিও সংস্থাগুলোর শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আমরণ অনশনও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন শিক্ষকরা। উল্লেখ্য যে,উক্ত মানববন্ধন কর্মসূচীতে জাগরণীচক্র ফাউন্ডেশন, ইপসা,ফ্রেন্ডশিপ, এন আর সি,মুক্তি কক্সবাজার,কোডেক,কোস্টট্রাস্ট ফাউন্ডেশন,সেভদ্যাচিলড্রেন,প্লান ইন্টারন্যাশনাল,স্কাস ও এফ আই ভিডিবি’র এডুকেশন সেক্টর সংশ্লিষ্ট শিক্ষক / শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষকমন্ডলী