খাগড়াছড়িতে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর নতুন কার্যকরী কমিটি গঠিত।
নুরুল ইসলাম (টুকু), খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে
শনিবার ২৬ (অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় পানছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে এক জরুরি সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটির দায়িত্ব থাকবে।
সর্বসম্মতভাবে এ কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার ।এতে শিক্ষক ও সাহিত্যিক ইউসুফ আলী আদনান, সভাপতি,নুরুল ইসলাম( টুকু), সহ- সভাপতি, মাহমুদ মিঠু সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম নুরু,যুগ্ন- সাধারণ সম্পাদক, নৃত্য প্রশিক্ষক জয়শ্রী চাকমা সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ অর্থ সম্পাদক, মোঃইয়াকুবকে, দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
জনাব নুরুল আবছার বলেন এই কমিটি আগামী দুই বছর দায়িত্বে থাকবে। কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে থাকবে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি। তিনি আরো বলেন নতুন কমিটি পানছড়িসহ সারা জেলায় সংস্কৃতির বিকাশে অগ্রনী ভুমিকা পালন করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ অভিনয় শিল্পী, নৃত্য শিল্পী, আবৃত্তি শিল্পী, সাংবাদিক, সংস্কৃতির বিভিন্ন শাখার প্রশিক্ষনার্থীসহ অভিভাবক বৃন্দ।
আরো পড়ুন।