খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান। 

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান।

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান। 

নুরুল ইসলাম (টুকু), খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে  সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র এসব ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন।

খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ঘটনায়  ক্ষতিগ্রস্ত প্রায় ২শত টি পরিবারের মাঝে এসব সহায়তা করা হয়েছে।

পরে সহিংসতার ঘটনায় নিহত তিন পরিবারকে ১লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহতরা হলেন, জুনায়ন চাকমা, মো. মামুন ও রুবেল ত্রিপুরা।

বিতরণ কালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী সহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন।

 

http://ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্টব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালিত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *