খাগড়াছড়ির দীঘিনালায় প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান
নুরুল ইসলাম (টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখতার আলীকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার ১৪( আগস্ট) দুপুরে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা।
প্রধান শিক্ষকের শেষ কর্মদিবস ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন, শিক্ষক, জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এ সময় বিদায়ী প্রধান শিক্ষক মোহা. এখতার আলীকে অফিসার্স ক্লাব, প্রেসক্লাব, মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।