চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদে তালা
মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার
নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাধারণ জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ঠাকুরগঞ্জ হাট/বাজারে এই মিছিল থেকে তার পদত্যাগের আহ্বান জানান ইউনিয়নবাসী।
এর আগে সকাল ১১.০০ ঘটিকায় ইউপি কার্যালয়ে এলাকাবাসী তালা লাগিয়ে দিয়েছিলেন। ইউনিয়নবাসীর অভিযোগ আনোয়ারুল হক সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ করে আসছেন।এলাকাবাসীর অভিযোগ যে চেয়ারম্যান জনগনের চেয়ারম্যান নয়,যাকে আমরা আমাদের প্রয়োজনে পাই না সেরকম চেয়ারম্যানের প্রয়োজন নাই। ইউপি সদস্য মামুন আর রশিদের বলেন, চেয়ারম্যান ঠিকমতো পরিষদে আসেন না। পরিষদে আসা প্রায় সকল বাজেট চেয়ারম্যান কোনো কাজ না করেই আত্মসাৎ করেন। গত কিছুদিন আগে আসা উন্নয়ন সহায়তার জন্য আসা ৯ লক্ষ টাকা আত্মসাৎ করতে চাওয়ায় আমরা কেউ বাজেটে স্বাক্ষর করি নাই ।সে জন্য চেয়ারম্যান বাজেটকে ফেরত দিয়ে দেন। চেয়ারম্যানের কারনে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তিনি আরও বলেন যে পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও নিজ ইউনিয়নে তাকে পাওয়া যায় না। তিনি অন্য ইউনিয়নে তাঁর শ্বশুর বাড়িতে থাকেন। ইউনিয়নবাসী তার কাছ থেকে কোন ধরনের সেবা পায় না। ইউনিয়নের গ্রাম্য বিচার সালিশ বা গ্রাম্য আদালত তিনি কোনও দিন করেন নি। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আসতেনই না।
উল্লেখ্য, তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।