জামায়াতে ইসলামী আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা।
রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ।
ঢাকা সহ দেশে আওয়ামীলীগ ও তাদের অংগসংগঠন কর্তৃক লগি বৈঠার অতর্কিত হামলার এক বিশাল তান্ডব চালায়। এতে প্রাণ গিয়েছিলো বাংলাদেশ জামায়াত ইসলামী ও অংগ সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বহু কর্মীর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনের দোষীদের শাস্তির জন্য সারাদেশের ন্যায় আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে বিক্ষভ ও তৎপরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টেবর)বাদ আছর উপজেলার আত্রাই সাবরেজিষ্ট্রি বাজার,আত্রাই রেলওয়ে ষ্টেশন বাজার, আত্রাই ডিগ্রী কলেজ মোড় এবং উপজেলার সাহেবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা সম্পন্ন করা হয়। আত্রাই উপজেলার আমীর মোঃখবিরুল ইসলামের নেতৃত্বে পাঁচুপুর ইউনিয়নসহ উপজেলার আট ইউনিয়নের সর্বস্তরের কর্মীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমির ও পাঁচুপুর ইউনিন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম ও সেক্রেটারী ওসমানগনি। অন্যান্যের মধ্যে বক্ততব্য রাখেন জামায়াতে ইসলাম আত্রাই শাখার সহ সেক্রেটারী আসাদুল্লা আল জামিন পাঁচুপুর ইউনিয়ন থেকে তাজেমুল হক এবং মনিয়ারী ইউনিয়নের জামায়াতে ইসলাম আমির আব্দুর রশিদ প্রমূখ।
অন্যদিকে সকল ইউনিয়নের সবস্তরের কর্মীবৃন্দের অংশ গ্রহনে সংগঠিত বিক্ষোভ মিছিল ও পথ সভায় নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন।
প্রত্যেকটি মিছিল ও পরবর্তী সভা থেকে ২০০৬ সালে সংগঠিত ন্যাক্কারজনক লগি বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাশ্তির আওতায় আনার জোর দাবী জানানো হয়। পাশাপাশি গত ১৫ বছরের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে আসলে কাউকে ছাড় দেয়া হবে না।জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ও নেতাকর্মীদের আরো এক্টিভ হয়ে কাজ করার নসিহত দেয়ার মাধ্যমে বক্তারা তাদের বক্তব্য পেশ করেন।
আরো পড়ুন।
http://শাহরাস্তিতে যুবদল নেতা জুবায়েরের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।