জেলাপরিষদ সদস্যপদ থেকে মাহবুব মোরশেদ কে অপসারণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

জেলাপরিষদ সদস্যপদ থেকে মাহবুব মোরশেদ কে অপসারণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

জেলাপরিষদ সদস্যপদ থেকে মাহবুব মোরশেদ কে অপসারণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

শামসুল আলম শারেক টেকনাফ,  কক্সবাজারে  প্রতিনিধি।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য পদ থেকে সদ্য শপথ নেওয়া টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ কে অপসারণের দাবী জানিয়ে মানববন্ধন করেছেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

০১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে হ্নীলা বাস স্টেশন  চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
মানববন্ধনোত্তর এক পথ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন ১৯৭১ সালের পর ২০২৪ সালের ৫ আগষ্ট হাজারো ছাত্র জনতার  বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের প্রতিটি সেক্টর  থেকে বাকস্বাধীনতা হরণকারী,জবরদখলকারী, দূর্নীতিবাজ,বিনা ভোটে নির্বাচিত স্বৈরাচারীদের হটিয়ে সকল ক্ষেত্রে বৈষম্যকারীদের শিকড়েরমূলোৎপাটন করে বৈষম্য হীন সমাজও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ছাত্র জনতা যুদ্ধ করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।

এই স্বাধীনতার মানে এই নয় যে,জুলুমবাজ সরকারের লালিত পালিতরা এখনো নিজ নিজ পদায়ন থাকবে।আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা বেঁচে থাকতে তা হতে দেবনা।

কক্সবাজার ও টেকনাফের কিছু প্রশাসনিক সেক্টরে এখনো আওয়ামী ভূঁতের বসবাস রয়েগেছে।
তারা অতীতের পুরনো অভ্যাস কে কাজে লাগিয়ে এখনো দেশ কে আওয়ামী করণের এজেন্দা বাস্তবায়ন করে যাচ্ছে।

তারই সূত্রধরে ঐ আওয়ামী দোসররা নিজেদের চেয়ার আগলে রাখার পাশাপাশি স্বৈরাচারী কায়দায় আওয়ামী ঘরনার লোকজনদের পদে আসীন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে সমস্ত প্রশাসনের কর্তাব্যক্তি প্রশাসনের চেয়ারে বসে বিনা ভোটে নির্বাচিত দাবীদার মাহবুব মোরশেদ কে শপথ বাক্য পাঠকরাতে পারে আমাদের বোদগম্য হয়না।
আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা অনতি বিলম্বে জেলাপরিষদ সদস্য পথ থেকে তাকে অপসারণের পাশাপাশি যিনি শপথ বাক্যপড়িয়েছেন তার পদত্যাগদাবী করছি।অন্যথায় টেকনাফ থেকে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

 

আরো পড়ুন।

 

 

http://সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে ছাত্র-জনতার মহা সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *