টাঙ্গাইল মির্জাপুরে গাড়িসহ দুই ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইল মির্জাপুরে গাড়িসহ দুই ডাকাত গ্রেপ্তার।

টাঙ্গাইল মির্জাপুরে গাড়িসহ দুই ডাকাত গ্রেপ্তার

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

টাঙ্গাইলের মির্জাপুরে একটি হাইস গাড়ি এবং নগদ ২৫ হাজার ৭২০ টাকাসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।

জানা যায়, গত ১ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বাওয়ার কুমারজানি পূর্ব পাড়া এলাকায় দুই ব্যক্তি একটি হাইস গাড়িতে এসে ভুয়া ডিবি পরিচয় দিয়ে মিজানুর এবং আরিফ নামে দুই জনকে আটক করে হাইস গাড়িতে তোলে। তারপর মুখ বেঁধে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে তাদের কাছে থাকা নগদ ১ লক্ষ ৭৬ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা আন্ডার পাসের কাছে মিজানুর এবং আরিফকে ফেলে চলে যায়। ঘটনাটি পুলিশ প্রশাসনে জানাজানি হলে, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নির্দেশে মির্জাপুর থানার ওসি মোঃ মোশারফ হোসেন এবং দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। অভিযানের দুই দিনের মধ্যে ভুয়া ডিবি পরিচয় দানকারী মোঃ সুমন (৩২) পিতা মোহাম্মদ ইনছাব আলী থানা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ এবং মোঃ শরিফুল ইসলাম (৩০) পিতা মৃত সোলায়মান শেখ বাড়ি সিরাজগঞ্জ সদর থানা। এই দু’জনকে ডাকাতি কাজে ব্যবহৃত হাইস গাড়ি এবং নগদ টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে

 

আরো পড়ুন।

 

http://কক্সবাজারের ত্রিফল আর সি অফিসের সামনে ৪ দফা দাবীতে মানববন্ধন করছেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ৪ হাজার শিক্ষক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *