টেকনাপ হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকে সাময়িক অব্যাহতিঃশিক্ষাথীদের প্রতিবাদ যান চলাচল বন্ধ জনদুর্ভোগ সৃষ্টি
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার)
প্রতিনিধি।
টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুসসালামকে বৈষম্য বিরোধী ছাত্রদের আনীত নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আদনান চৌধুরী সাময়িক অব্যাহতি দিয়েছেন।তিনি বলেছেন প্রধান শিক্ষক আব্দুসসালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের আনীত অভিযোগ আমলে নিয়েছি এই বিষয়ে আরো ব্যাপক তদন্তের প্রয়োজন রয়েছে। সবার সম্মতিতে একটি তদন্ত টীম গঠন করে অভিযোগ গুলো তদন্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তকালীন সময়ে কোন গোলযোগ যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে নিরাপত্তার সার্থে প্রধান শিক্ষক আব্দুস সলাম কে স্কুলের একাডেমিক সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
২০ আগষ্ট মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষ কে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সিদ্ধান্তের সংবাদ স্কুলের শিক্ষার্থীরা জানতে পারলে তাৎক্ষনিক হ্নীলা বাসস্টেশনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এতে করে দীর্ঘ ২ ঘন্টা যাবত টেকনাফ – কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো স্টেশনের ব্যবসায়ী ও জন সাধারণ চরম দুর্ভোগে পতিত হয়। পরে কয়েক জন শিক্ষক, অভিভাবক ,ছাত্র,ও প্রাক্তন ছাত্র বক্তব্য রাখার পর অবরোধ তুলে নিলে যান চলা চল স্বাভাবিক হয়ে যায়।
এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত ছাত্রদের দাবী একটি মহল উপজেলার অভিভাবক ইউএনও স্যারের দেয়া সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য স্কুলের কঁচি কাঁচার অবুঝ শিক্ষার্থীদের ব্যবহার করে এসমস্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র রা বেঁচে থাকতে এদেশের কোন জায়গায় দুর্নীতিবাজ ও বৈষম্য সৃষ্টি কারীদের স্থান থাকতে দেবনা।