টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি।

টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি।

টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি।

 

গত শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ পৌর শহরের বাস স্টেশন জামে মসজিদের উত্তর পাশে এক নারীকে বাচ্চা কোলে নিয়ে কম দামে সবজি বিক্রি করতে দেখা যায়।

জানা যায়, এই নারী উদ্যোক্তা স্থানীয় টেকনাফ পৌরসভা পুরাতন পল্লান পাড়া এলাকার নুর হোসেনের মেয়ে ইসমাত আরা। দেশের বাজারে মালামালের দাম বৃদ্ধি হওয়ার মূল কারণ সিন্ডিকেট। সিন্ডিকেটের বাহিরে গিয়ে কম দামে সবজি বিক্রি করায় তার উপর ক্ষুব্ধ হয়েছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এখন, যারমধ্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এক হয়ে দাম বাড়িয়ে মালামাল বিক্রি করছে। সিন্ডিকেট থেকে বেরিয়ে স্বল্প দামে সবজি বিক্রি করাতে মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। দুই সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্যই গৃহিণী মা সংসারের হাল ধরতে এখন সবজি নিয়ে বসছেন ফুটপাতে। ১ বছরের ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে সবজি বাজারে এই সংগ্রামী মা। মায়েরা বোধহয় এমনই, সন্তানের জন্য স্নেহ-মমতা-আদর-যত্ন-ভালোবাসা সবটুকুই উজাড় করে দেন, নিজের জন্য অবশিষ্ট কিছুই রাখেন না। মায়েরা স্বার্থপর হন না, মায়েরা হন আবেগি, যত্নশীল নারী, মায়েরা যেমন ঘর গুছিয়ে রাখেন তেমনি সন্তানদের জীবনও গুছিয়ে দিতে পারেন।

ইসমত আরা জানান, তার স্বামী মৃত আনোয়ার হোসেন দুইমাস আগে অসুস্থ অবস্থায় মারা গেলে তিনি দিশেহারা হয়ে যান। পরিবারে রয়েছে স্বামীর রেখে যাওয়া ছোট দুই সন্তান, মানসিক ভারসাম্যহীন পিতা, বুড়ো মা, স্কুল পড়োয়া ছোট বোন। পরিবারের হাল ধরতে ১ মাস আগে ৫ হাজার টাকা পুঁজি নিয়ে পৌর শহরের ফুটপাতে সবজি বিক্রি করা শুরু করেন। এতে টেকনাফ বাজারের সিন্ডিকেট তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেয়া শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
তিনি আরও জানান, সারাদিন সবজি বিক্রি করে আমি পরিবার নিয়ে কোনরকম দিনযাপন করছি। এখন আমার দোকানে ৩০ হাজার টাকা পুঁজি রয়েছে এবং প্রতিদিন যে সবজি আনি তা মোটামুটি বিক্রি করতে পারি। যারা আমার দোকানে সবজি ক্রয়ের জন্য আসে তারা আমার পরিবারের পাশে দাড়াচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের তুলনায় আমার দোকানে কম দামে সবজি পাওয়ায় মানুষের চাহিদা বেড়েছে।

আরও জানা যায়, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন-৭০ টাকা, বরবটি- ৫০ টাকা, শিম-১০০টাকা, মিষ্টি কুমড়া-৫০টাকা, মুলা- ৪০ টাকা, ফুলকপি ৯০ টাকা, টমেটো-৯০টাকা, কাঁচা মরিচ-৮০টাকা, জলপাই-৪০ টাকা, পিঁয়াজ-১১০টাকা তেতুল -৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তুলনামূলকভাবে কম দামে সবজি ক্রয় করতে পেরে ক্রেতারা খুশি হয়েছেন। একজন সংগ্রামী নারী উদ্যোক্তার সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপস্থিত ক্রেতারা।

স্থানীয় ক্রেতা শাহেদুল ইসলাম বলেন, আমাদের কাছে তো তিনি টাকা চাননি, সহযোগিতা চেয়েছেন এবং সাধারণ মানুষ যেখানে সস্তা দামে সবজি ক্রয় করতে পারবে সেখানেই যাবে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে যারা হুমকি-ধমকি দিয়েছে এবং বাঁধা প্রদান করবে তাদেরকে আইনের আওতায় আনা না হলে নারীরা সামনে এগিয়ে আসবে না। আমাদের উচিত নারী উদ্যোক্তাদের সম্মান দিয়ে সামনে আসার সুযোগ করে দেওয়া।

বক্কর আহমদ বলেন, একজন নারী উদ্যোক্তা তার পরিবারের হাল ধরেছেন, সবজি বিক্রি করে তার পরিবার চলছে। তার কাজে বাঁধা না দিয়ে তাকে সহযোগিতা করা উচিত।

ইসমত আরার মা জানান, আমার মেয়ে আমাদের অন্ন জোগানোর জন্যই আজ বাজারে, সকল বাঁধা অতিক্রম করে সে সফল মা হয়ে উঠবে আমার সবটুকু সাহস ও দোয়া সবসময়ই থাকবে।

 

আরো পড়ুন।

 

http://নারায়ণগঞ্জ বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান রনির নেতৃত্বে একটি বিশাল মিছিল।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *