টেকনাফে বস্তাবন্দি মিলল নিখোঁজ শিশুর লাশ।
শামসুল আলম শারেক ,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ শাহপরীরদ্বীপে একটি বাড়ির পাশে শিশু তাহমিনা আক্তার (৭)এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার কয়েকটি বাড়ির সামনে লাশটির সন্ধান পায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ টি উদ্ধার করে।
মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে তাহমিনা আক্তার(৭),
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।
১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়। তারপর সেটি লাশ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শাহপরীরদ্বীপে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরো পড়ুন।
http://ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানা দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ইং অনুষ্ঠিত