টেকনাফে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার।

টেকনাফে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার।

টেকনাফে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার।

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)

টেকনাফ ২ বিজিবি’র অভিযানে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান,

মঙ্গলবার(২৬ নভেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি) অভিযানে ২,৪৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন তথ্যের রাতে টেকনাফ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে আনুমানিক ১৩০ ঘটিকায় ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহল বর্ণিত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে তিনটি ব্যাগের ভিতর হতে ২,৪৮,০০০ (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

আরো পড়ুন।

 

http://রুহিয়া উচ্চ বিদ্যালয়ে সাত,জন শিক্ষক ও কর্মচারী বিদায় সংবর্ধন

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *