টেকনাফ  ডিগ্রি কলেজ শিক্ষক শামসুল আলম হত্যার বিচার দাবীতে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন।

টেকনাফ  ডিগ্রি কলেজ শিক্ষক শামসুল আলম হত্যার বিচার দাবীতে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন।

টেকনাফ  ডিগ্রি কলেজ শিক্ষক শামসুল আলম হত্যার বিচার দাবীতে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন।

শামসুল আলম শারেক টেকনাফ( কক্সবাজার)  প্রতিনিধি।

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টেকনাফ সরকারী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শামসুল আলম কে এলাকার কিছু প্রভাবশালী সন্ত্রাসী কর্তৃক দিন দুপুরে শালিশী বৈঠকে হামলা চালিয়ে হত্যার প্রতিবাদে কলেজ মাঠে শিক্ষক/ শিক্ষার্থীদের মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

গত  ২০১৪ সালের ৩১ অক্টোবর   এলাকার চিহ্নিত সন্ত্রাসী যথাক্রমে হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম মহেশ খালীয়া পাড়া এলাকার মোঃ হাছনের ছেলে আব্দুল মালেক, মহিউদ্দিন, জালাল উদ্দিন, আবুল কাশেম,ও জাহেদ হোছন,জয়নাল উদ্দিন,সাইফুল, আলী আকবরও আয়ুবউদ্দিন সহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী গ্রুপ
একটি শালিশী বৈঠকে  হামলা চালিয়ে তাকে হত্যা করে।  এঘটনায় দীর্ঘ ১০ বছর ধরে বিচার না হওয়ায় বিচারের দাবীতে ২৯ অক্টোবর  সকাল ১১ টায় টেকনাফ সরকারী কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকেরা  দাবী তুলেছেন  উক্ত হত্যার ঘটনায়  গত ০২/১১/২০১৪ ইং সালে খুনীদের বিরুদ্ধে  টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মানববন্ধনে বক্তারা বলেছেন,
দীর্ঘ ১০ টি বছর অতিবাহিত হতে চলেছে কিন্তু এই রকম  একটি জঘন্য হত্যা মামলার এখনো  সুষ্ঠু বিচার হয়নি। উল্টো মামলার আসামীরা বাদী পক্ষ ও শহীদ শামসুল আলম স্যারের স্বজনদের মামলা তুলে নিতে নানা ভাবে  হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে কলেজের শিক্ষক / শিক্ষার্থীরা মানববন্ধনে দেয়া বক্তব্যে দাবী জানিয়েছেন।তারা মহামান্য আদালত কে উক্ত মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার কার্য দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
বর্তমান বৈষম্য বিরোধী এই অন্তরবর্তী সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর   দাবী জানিয়েছেন টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। অবিলম্বে বিচার কার্য সমপন্ন না করাহলে আরো কঠোর  আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা

আরো পড়ুন।

 

http://শাহরাস্তিতে যুবদল নেতা জুবায়েরের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *