দীর্ঘ ২১ বছর পর আপন নিবাস ফিরে পেল মানসিক ভারসাম্যহীন সিরাজ।

দীর্ঘ ২১ বছর পর আপন নিবাস ফিরে পেল মানসিক ভারসাম্যহীন সিরাজ।

দীর্ঘ ২১ বছর পর আপন নিবাস ফিরে পেল মানসিক ভারসাম্যহীন সিরাজ।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।

টেকনাফের হ্নীলায় দীর্ঘ  ২১ বছর পূর্বে ভারসাম্যহীন হয়ে চলে আসা যুবক সিরাজ কে অবশেষে তার আপন ঠিকানায় ফেরত পাঠিয়েছে এক সংবাদ কর্মী।
জানাযায়, সিরাজ দীর্ঘ ২১ বছর পূর্বে হ্নীলায়  আসলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মিয়া হোছনের ছেলে শ্রমিক আবুল শামার তত্ত্বাবধানে  থেকে আপন সহোদরের মত  চলা ফেরা করে জীবন অতিবাহিত করে আসছিল।

ভারসাম্যহীন এই যুবককে নিয়ে  সম্প্রতি কিছু দিন আগে  হঠাৎ হ্নীলার সাংবাদিক জসীম উদ্দিন টিপু তার ফেইসবুক পেইজে  সিরাজের ছবি সংম্বলিত আবেগঘন স্ট্যাটার্স দিয়ে তার মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কেউ ছবিটা ছিনে থাকলে যোগাযোগ করার জন্য আবেদন জানায়।

২৬ অক্টোবর বিকেলে সিরাজ কে তার আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করেছেন এই সংবাদ কর্মী।

নাম :নাঈমুল সত্তার ওরফে সিরাজ বাড়ী তার কুষ্টিয়া জেলার মীর পুর উপজেলা বাইরুল পাড়া ইউনিয়নের মোঃ হোসেন সর্দার ও স্বপ্নাখাতুনের কনিষ্ঠ পূত্র।

এদিকে দীর্ঘ ২১ টি বছর পর তাকে হস্তান্তর করতে গিয়ে তাকে লালন পালন কারী শ্রমিক  আবুল শামা  শোকে ব্যাথাতুর হয়ে পড়ে। তিনি বলছেন আজকে আমি তাকে তার আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করতে পারলে ও আমার এক আপন সহোদর কে হারানোর মত কঠিন কষ্ট  অনুভব করছি।

অন্যদিকে দীর্ঘ  ২১ বছর পর তাকে সুষ্ঠু শরীরে অক্ষত অবস্থায়  ফেরত পেয়ে আনন্দে  আত্নহারা হয়ে মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায়  করেন এবং হ্নীলা বাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

আরো পড়ুন।

 

http://বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদে আগত প্রান্তিক মুসলমানদের জন্য এবাদত খানা ও পরিষদের প্রধান গেইট শুভ উদ্বোধন করা হয়েছে

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *