দীর্ঘ ৩ মাস পর বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান এর পদ শুন্য থাকার পর অনর্তবর্তী কালীন সরকার চেয়ারম্যান নিয়োগ দেন।
বান্দরবান প্রতিনিধি।
দীর্ঘ ৩ মাস পর বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান এর শুন্য পদে অনর্তরবর্তী কালীন সরকার চেয়ারম্যান নিয়োগ দেন।
অধ্যাপক থানজামা লুসাই কে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন অনর্তরবর্তী কালীন সরকার। সেই সাথে আরো বিভিন্ন সম্প্রদায়ের ১৪ সদ্যস হিসেবে নিয়োগ দেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্টপতির আদেশ এ সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম সাক্ষরিত বিজ্ঞপতিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি জানানো হয় বান্দরবান জেলা পরিষদের আইন ১৯৮৯ ও বান্দরবান জেলা পরিষদের আইন ১৯৯৭ এর ১৬ ( ক) ৪(২) উপধারায় বান্দরবান জেলা পরিষদের অন্তবর্তী কালীন পরিষদ পূর্ন গঠন করা হয়।
বিজ্ঞপতিতে অধ্যাপক থানজামা লুসাই কে চেয়ারম্যান ও সদস্য পদে ডা: সানাই প্রু এিপুরা , নাসির উদ্দীন সহ আরো অনেক এর নাম প্রকাশ করেন।
আরো পড়ুন।
http://দোকান দখলের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন।