দৈনিক আপন কণ্ঠ পএিকার নির্বাহী সম্পাদক সেলিমের উপর হামলা ও হত্যার চেষ্টা চালায় ভূমি জালিয়াতির চক্রের মূল হোতা তহসিলদার সলিম উল্লাহ।
লোকমান ইসলাম রানা।
তহসিলদার সলিম উল্লাহ ভয়াবহ দুর্নীতি ঘুস ও ভূমির খতিয়ান জালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের জের ধরে দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক ও কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সেলিম এর বাসায় সশস্ত্র হামলা ও হত্যার চেষ্টা চালায় তহসিলদার সলিম উল্লাহ।এ হামলায় আহত সাংবাদিক সেলিম কক্সবাজার সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছে বলে জানান তার আত্মীয়-স্বজনরা।রবিবার ৮ই ডিসেম্বর সকাল ৯ টার দিকে কলাতলী সাংবাদিক সেলিম এর নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হত্যা চেষ্টার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।এবং কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
হত্যার চেষ্টাকারী তহসিলদার সলিম উল্লাহ বর্তমানে রামু উপজেলার ধেচুয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী হিসেবে রয়েছেন।তহসিলদার সলিম উল্লাহ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ২নং ওয়াডয়ের বাসিন্দা মৃত সিরাজুল হক এর সন্তান। দায়েরকৃত এজার সূত্রে জানা যায়। রামুর ধেচুয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সলিম উল্লাহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি বিষয় নিয়ে দৈনিক আপন কণ্ঠ পএিকায় বিগত ১২/০৬/২০২৪ইং তারিখ তহসিলদার সলিম উল্লাহর নজরবিহীন দূর্ণীতি ও জালিয়াতি শিরোনামে, বিগত ০২/১০/২০২৪ইং রামুর ধেচুপালং ইউনিয়ন ভূমি অফিসের মূর্তিমান আতংক তহসিলদার সলিম উল্লাহ।এবং বিগত ০৫/১২/২০২৪/ইং তারিখ ভূমি জালিয়াতির মহা নায়ক ধেচুয়া পালংয়ের তহসিলদার সলিম উল্লাহর খুঁটির জোর কোথায়?ভয়াবহ দূর্ণীতির আশ্রয় নিয়ে কোটি টাকার বিনিময়ে নামজারি খতিয়ান সৃজন শিরোনামে কয়েকটি সংবাদ প্রকাশিত হয়।এবং তাছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন পএিকায় তার বিরুদ্ধে একি ধরনের সংবাদ প্রকাশিত হয়।এসব সংবাদ এর জের ধরে তহসিলদার সলিম উল্লাহ দীর্ঘদিন ধরে সাংবাদিক সেলিম কে হুমকি ও তার পেশাগত কাজে বাধা দিতে থাকেন।এরি ধারাবাহিকতায় ৮ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকার সময়। অতর্কিতভাবে তহসিলদার সলিম উল্লাহ ও তার সহযোগী সন্ত্রাস ৪/৫ জন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক সেলিম এর বাসায় ডোকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এসময় তারা সাংবাদিক সেলিম কে হত্যার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেন তোর নিউজের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। এবং প্রশাসন কে মেনেজ করতে আমার অনেক টাকা খরচ করতে হয়ছে।তাই ৫ লক্ষ টাকা চাঁদা দিবি না তোকে মেরে লাশ গুম করে তোর বাড়িঘর দখলে নিবো।তাদের চাঁদা দাবির টাকা না দিলে তারা সাংবাদিক সেলিম কে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে এক প্রকার তহসিলদার সলিম উল্লাহ সহযোগী সাংবাদিক সেলিম এর গলা টিপে হত্যার চেষ্টা করে।এসময় সলিম উল্লাহ সাংবাদিক এর পকেটে থাকা ১০০০০ টাকা কেড়ে নেই। তার চিৎকার এ আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এবং তাকে তহসিলদার সলিম উল্লাহ আরো অনেক হুমকি দিয়ে জায় যাতে কোনো সময় তার বিরুদ্ধে কোনো পএিকায় নিউজ না করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াস খান জানান সাংবাদিক এর ওপর অভিযোগে দায়েকৃত এজাহার পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক আইনিব্যবস্থা নেওয়া হবে
আরো পড়ুন।