পানছড়িতে প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন।
নুরুল ইসলাম( টুকু),
খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় নবগঠিত প্রেসক্লাব কমিটির অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় পুরাতন কোর্ট বিল্ডিং ভবনে প্রেসক্লাবের অস্থায়ী অফিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার এর সঞ্চালনায় ও সভাপতি মনিরুল ইসলাম মাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শাজাহান কবির শাজু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান,প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। এলাকার মাদক, চোরাচালানীসহ বিভিন্ন দুর্নীতি নিয়ে লেখনীর মাধ্যমে তুলে ধরাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দদের নিকট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য আহ্বান জানান।
আরো পড়ুন।
http://টেকনাফের হ্নীলায় ১২ কার্ড ইয়াবা ও ১ কেজি স্বর্ন লুটপাটকারী বার্মাইয়া কামাল আবারো ফিরেছে।