পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের উচ্চ পর্যায়ের তিন উপদেষ্টা।
নুরুল ইসলাম (টুকু), খাগড়াছড়ি।
পাহাড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শনিবার ২১ সেপ্টেম্বর বিকালে থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি শুরু হয়।
সভায় খাগড়াছড়ি জেলা প্রসাশক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এর আগে, প্রতিনিধি দল রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয়দের সঙ্গে তারা পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে খাগড়াছড়িতে আসেন।
এদিকে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শনিবার সকাল ৬টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না।
জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
আরো পড়ুন।