বন্দরে দলিল লেখক সমিতির বিরুদ্ধে একটি চক্রের মিথ্যা অভিযোগ।

বন্দরে দলিল লেখক সমিতির বিরুদ্ধে একটি চক্রের মিথ্যা অভিযোগ।

বন্দরে দলিল লেখক সমিতির বিরুদ্ধে একটি চক্রের মিথ্যা অভিযোগ।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোটার।

নারায়ণগঞ্জ ”বন্দরে গত (৫) এ আগস্ট ”বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ”পর থেকে দলিল ”লেখক সমিতির ”অফিস বেশ কিছু দিন বন্ধ ছিল তখন থেকে অফিসের ”পিয়ন” থেকে ”শুরু করে ”কর্মরত যারা দিলেন তাদের ”বেতন ও লাইসেন্স” ”নবায়নের জন্য সকলের মতামতের ”ভিত্তিতে ” আমাদের সমিতির ”পক্ষ থেকে ১০০ টাকা ”করে তোলা হয় ” এইটা কে ”একটি ”পক্ষ ফুজি করে আমাদের” বিরুদ্ধে বিভ্রান্ত ছড়াচ্ছেন আমরা এই গুজবকারীদের ”বিরুদ্ধে তীব্র” নিন্দা” ও প্রতিবাদ জানাচ্ছি ” দলিল ”লেখক সমিতির সাবেক” সভাপতি মোঃ মনির হোসেন ”বলেছেন”এটি একটি চক্র বিভ্রান্ত” করার জন্য পায়তারা করছে ”মনির হোসেন আরো বলেন বর্তমানে নির্বাচিত কমিটি নাই ” যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি ” বিভ্রান্ত না করে ”একটি সুন্দর নির্বাচনের ”পরিবেশ তৈরি করুন ”যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা ”সাধুবাদ ”জানাবো” ”তারপরেও ”দলিল লেখকদের মধ্যমে ”কোন বিশৃংখলার চেষ্টা করবেন” না অনুরোধ ” এই সময় উপস্থিত ছিলেন দলিল লেখক মোঃ দবির হোসেন ”দলিল ”লেখক ”মোঃ আব্দুল মতিন প্রধান ”সহ উপস্থিত ছিলেন” সকল’ দলিল লেখক ” বিন্দু দলিল ”লেখক ”সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ”হইয়া ”তাদের বিরুদ্ধে ভিত্তিহীন” বানোয়াট ”অভিযোগ ”করায় নিন্দা তীব্র প্রতিবাদ জানিয়েছেন ”একটি পক্ষ ” আমাদের সুনাম ”নষ্ট করার ”জন্য এমন পায়তারা ”করছে।

 

আরো পড়ুন।

 

http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *