বাঁশখালীতে আহলে বাইতে রাসুল (র) আদর্শ মাদ্রাসা” ” সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিকসভা সম্পন্ন।

বাঁশখালীতে আহলে বাইতে রাসুল (র) আদর্শ মাদ্রাসা” ” সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিকসভা সম্পন্ন।

বাঁশখালীতে আহলে বাইতে রাসুল (র) আদর্শ মাদ্রাসা" " সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিকসভা সম্পন্ন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার পূর্ব বৈলগাঁও গ্রামে ২০১৫ সালে হাফেজ মোহাম্মদ তমিজ উদ্দিন কতৃক প্রতিষ্ঠিত আহলে বাইতে রাসুল (র) আদর্শ মাদ্রাসা” ” সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিকসভা সম্পন্ন। উক্ত বার্ষিকসভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে বাঁশখালীবাসীকে ধন্য করেছেন, শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের সাহেব, সাবেক অধ্যক্ষ নেছারিয়া আলিয়া মাদ্রাসা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুলহাজ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, অধ্যক্ষ, উরকিচছর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা।
বিশেষ ওয়াইয়েজীন হিসেবে উপস্থিত ছিলেন,
হযরতুলহাজ্ব আল্লামা আশেকুর রহমান আল-কাদেরী মুহাদ্দিস-পশ্চিমচাল ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
হযরতুলহাজ মুফতি মাওলানা মুখতার আহমদ রেজভী খতিব-গরিবে নেওয়াজ জামে মসজিদ।
আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খাইরুল আমিন চিশতী উপধ্যক্ষ, নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা,
আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফী, শাহজাদা আবু নাছের আজমী, মাওলানা মনছুরুল আলম, মাওলানা ওসমান গণি, মাওলানা ছিদ্দীকুল আমাল প্রমূখ।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে হাফেজ মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার পর থেকে তিলে তিলে এই প্রতিষ্ঠানটিকে সুন্নীয়তের মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, শুধু মাত্র আল্লাহ ও আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করানোর জন্য আমার এই প্রচেষ্টা, আমার সাথে যারা আমাকে টাকা দিয়ে শ্রম দিয়ে আজ অব্দি সহযোগিতা করে আসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে মহান আল্লাহর কাছে তাদের এই দান ও শ্রম পরকালের নাজাতের উছিলা হোক এই ফরিয়াদ করি।

 

আরো পড়ুন।

 

http://গৌরীপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *