বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত দুই, আহত ৫, ঘাটক ট্রাক জব্দ।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন আরো পাঁচ জন। দুইজনের অবস্থা আশংকাজন হওয়াতে চমেক প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. ওয়াসিফ রায়হান (১৭)। সে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকার নুরুল ইসলামের ছেলে। সে কেরুনতলী পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’২৪ ব্যাচের ছাত্র। তবে এ ঘটনায় নিহত শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ১টার দিকে বাঁশখালী আঞ্চলিক সড়কের (পিএবি সড়ক) বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা চট্টগ্রাম শহর থেকে চকরিয়া ও মহেশখালীর উদ্যেশ্যে বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় পৌছালে একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন কিশোর মারা গেছে। স্থানীয় সিবি হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় আরো একজন মারা যায়। দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুকুরিয়াস্থ সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিউল হাসান জানান, হসপিটালে আনা এক শিশু মারা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক প্রেরণ করা হয়েছে। এতে দুইজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
আরো পড়ুন।
আরো পড়ুন।
Hello. And Nice one https://google.com?ric .
RovoivA