বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার!
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীতে বাড়ির পিছন থেকে ফোরকান (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকালে ওই যুবকের গলায় হাল্কা আঘাতের চিহ্ন দেখা গেছে। এ সময় নিহতের জিহবা থেকে রক্ত ঝরছিল। উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব বৈলগাঁও গোয়াজর পাড়া নিহতের মামার বাড়ির পিছনের দরজা থেকে দুপুরে লাশটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
খবর পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও তদন্ত সুধাংশু শেখর হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ওই যুবক একই ইউপির ১ নম্বর ওয়ার্ড পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সরেজমিনে দেখা যায়, নিহত ওই যুবকের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও নরমাল প্যান্ট। এছাড়াও গলায় হাল্কা আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা ইদ্রিস একজন প্রবাসী।
লাশ উদ্ধারের বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে মারধর করে লাশ ফেরে রেখে যায়। মূল রহস্য বের করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। এই সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন।
http://টেকনাফে সুপারি বাগানে পুলিশের অভিযান ৪ মানব পাচারকারীর দালাল আটক, ১২ জন নারী শিশু উদ্ধার।