বাঁশখালীতে মিলাদ-ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে আল সাফা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস এর শুভ উদ্বোধন।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীর গুনাগরীস্থ সাহেব মিয়া সিটি সেন্টার সামনের সারীর নিচ তলায় মনোমুগ্ধকর মনোরম পরিবেশে অবস্থিত আল সাফা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউসটি গতকাল সকাল দশটা থেকে শুরু করে মিলাদ-ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে আল সাফা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস এর শুভ উদ্বোধন করলেন, রাহনুমায়ে শরিয়ত ও তরিকৃত আলহাজ্ব শাহসুফি মাওলানা আহমদ নজির (মাদ্দা জিল্লাহু.আলাইহি), সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা ও খলিফা- গারাংগিয়া দরবার শরীফ, সাতকানিয়া। আরো উপস্থিত ছিলেন, কালীপুর ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মোঃ তৌহিদুর রহমান তৌহিদ ও মোঃ আলী আকবর এর মালিকানাধীন এই হোটেলটি সকল ভোজনপ্রিয় মানুষের আস্থা অর্জন করতে পারবে বলে আশা ব্যক্ত করেন। মোঃ তৌহিদুর রহমান তৌহিদ বলেন, সাধারণ ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বদ্ধপরিকর।
মোঃ আলী আকবর বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা খাবার পরিবেশন ও রান্নাঘরের সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা রাখি।
আরো পড়ুন।
http://নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে।