বাঁশখালীতে সর্বসাধারণের জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুভ উদ্বোধন।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীতে সর্বসাধারণের জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে ২০ নভেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন শুভ উদ্বোধন ঘোষনা করেন, উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেসমিন আক্তার প্রশাসক, বাঁশখালী পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: শওকতুজ্জামান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম। সব্যসাচী নাথ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপজেলা ইঞ্জিনিয়ার কাজী ফাহাদ বিন মাহমুদ ও তৌহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেক অফিসার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশখালী উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে একযোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনে মাননীয় উদ্বোধক বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সমূহের সহযোগিতায় পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ থেকে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। ০ থেকে ০১ বছরের মধ্যে যাদের এখনও জন্ম মৃত্যু নিবন্ধন হয়নি তাদের জন্য বিনামূল্যে এ সময় নিবন্ধন করা হবে। আপনার ০-১ বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করুন এবং আপনার আশেপাশে যারা আছে সকলকে তার সন্তানের জন্ম নিবন্ধন করতে উৎসাহিত করুন।
আরো পড়ুন।
http://উদ্বোধনের ২৪ বছর পার হলেও কাজ শেষ হয়নি আয়রন ব্রিজটির স্থানীয় লোকজন ভোগান্তি।