বাঁশখালী কালীপুর ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যথাযথ ভাবে চলমান রয়েছে।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী কালীপুর ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যথাযথ ভাবে চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভিজিডি কার্ডের চাউল বিতরন, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ প্রদান, প্রত্যয়ন পত্র, এন আই ডি সেবাসহ সকল কার্যক্রম সুচারুরূপে চলমান রয়েছে। সে বিষয়ে একজন সেবা গ্রহণ কারী ব্যাক্তি বলেছেন, বর্তমানে যে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করতেছে তার উপর বা কার্যক্রমে আমরা সাধারণ মানুষ সন্তুষ্ট আছি। এভাবে সেবা কার্যক্রম চলতে থাকলে আমরা ইউনিয়নবাসী উপকৃত হবো। আরেকজন সেবা নিতে আসা মহিলা বললেন, আমি আমার সন্তানের জন্য জন্ম নিবন্ধন করতে এসে দেখলাম কোনো হয়রানি ছাড়া সুষ্ঠু ভাবে আমি আমার সন্তানের জন্ম নিবন্ধন করতে পেরেছি এভাবে সেবা দিলে সাধারণ মানুষ সন্তুষ্ট থাকবে এবং খুশি হবে।
আরো পড়ুন।