বাঁশখালী টু সাতকানিয়া সড়কের তাল মোহর দীঘি এলাকার ট্রাক ডাম্পারের সাথে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা মৃত্যু বরণ করেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী, সরল মিনজিরি তলা ৫ নং ওয়াড় সরল ইউনিয়নের আবদু রহমানের পুত্র আব্দুর রশিদ নামে লোকটি মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরীস্থ আয়েশ ছিদ্দিকা (রাঃ) জেনারেল হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসার জন্য নিয়ে আসে,তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় চিকিৎসার অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃত্যুর এক দিন পর তার লাশ চিটাগাং মেডিকেল থেকে পোষ্টমডেম করে বুধবার সন্ধ্যা ৬ টায় তার নিজ বাড়িতে
আনা হয়। সে সময় এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন।
বুধবার রাত ৮ টায়। বাঁশখালী মিনজিরীতলা খালাইচ্যার পাড়া মদিনাতুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার মাঠে মাওলানা আনোয়ার হোসেন কদিম সাহেবের ইমামতি তে
মরহুম আব্দুর রশিদ এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন।
http://বিরলে নিহত বিএনপি নেতা ইউনুস এর পরিবারের পাশে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজারুল ইসলাম।