বাঁশখালী পূর্ব গুনাগরী হুব্বে মোস্তাফা (সাঃ) ইসলামিক সংগঠন : এর উদ্যোগে আজিমুসান গীবত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) ওয়াজ মাহফিল সম্পন্ন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
পূর্ব গুনাগরী হুব্বে মোস্তাফা (সাঃ) ইসলামিক সংগঠন : এর উদ্যোগে আজিমুসান গীবত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) ওয়াজ মাহফিল পূর্ব গুনাগরী হুব্বে মোস্তাফা (সাঃ) ইসলামিক সংগঠনের আয়োজনে, ও মাওলানা মোহাম্মদ শরিফ, সভাপতি: পূর্ব গুনাগরী পেঠান মহুরী নতুন বাড়ী শাহে-জামে মসজিদ এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিললহাজ্ব আমিনুর রহমান চৌধুরী সাবেক চেয়ারম্যান, ৫নং কালীপুর ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রবিউল ইসলাম (শাপলা),সাধারণ-সম্পাধক: ৫নং কালীপুর ইউনিয়ন, (বিএনপি)
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আবুল কাশেম তাহেরী আরবী প্রভাষক, রঙ্গীয়াঘোনা ফাজিল মাদ্রাসা, বাঁশখালী, চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা আব্দুর রহিম (সিরাজী), সভাপতি: গাউচিয়া কমিটি বাঁশখালী, চট্টগ্রাম।
হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াক্কাস-উদ্দীন পরিচালক: ইমাম আহমদ রেজা (র.) সুন্নী নূরানী মডেল মাদ্রাসা, বাঁশখালী।
মাওলানা মোহাম্মদ শাহাদত উল্লাহ (রজভী) খতিব: পূর্ব গুনাগরী আল-আমান জামে মসজিদ বাঁশখালী, চট্টগ্রাম।
হাফেজ মাওলানা মোহাম্মদ মুবিনুল হক, খতিব: পূর্ব গুনাগরী পেঠান মহুরী নতুন বাড়ী শাহে-জামে মসজিদ বাঁশখালী, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোহাম্মদ মারুফ ও
মোহাম্মদ শওকত হোসেন (রিপন) বিশিষ্ট ব্যাংকার: ইসলামি ব্যাংক বাংলাদেশ পি.এল.সি।
পূর্ব গুনাগরী হুব্বে মোস্তাফা (সাঃ) ইসলামিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,
সংগঠনের সভাপতি :মোঃ সালমান হোসেন
সাধারণ সম্পাদক: মোঃ জালাল
সেক্রেটারি :মোহাম্মদ জাসেদ
মোঃ মাসুদ, মোঃ জিসান, মোহাম্মদ নেওয়াজ, মোঃ হাসানসহ সকল সদস্য বৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://বাংলাদেশের বসত ঘরে মিয়ানমারের ছুঁড়া গুলি।