বাবার কাঁধে সন্তানের লাশ এর চাইতে বিষাদের আর কি হতে পারে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু খালেদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

বাবার কাঁধে সন্তানের লাশ এর চাইতে বিষাদের আর কি হতে পারে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু খালেদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল।

বাবার কাঁধে সন্তানের লাশ এর চাইতে বিষাদের আর কি হতে পারে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু খালেদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর খালেদ বিন রশিদ (১৯) নামের এক যুবক চট্টগ্রাম শহরের মুরাদপুর পিলখানা এলাকার জুলফিকারের দোকানে ফ্রিজের সুইসের সাথে শর্ট লেগে মৃত্যুবরণ করেছে। গত সোমবার (১৪ অক্টোবর) আনুমানিক দুপুর ১ টার দিকে চট্টগ্রাম শহরে জুলফিকার নামক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান কুলিং কর্নারে চাকুরীর ডিউটি চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

নিহত খালেদ হোসেন বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইলশা এলাকার মোহাম্মদ মিয়া কন্ট্রাক্টরের মাওলানা রশিদ আহমদের একমাত্র পুত্র।
সামনে থাকা উপস্থিত লোকেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর তার স্বজনরা চট্টগ্রাম মেডিকেল থেকে রাত দুইটায় লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। তার মা এবং ছোট বোন একবার বেহুশ হয় আবার হুশ হয়, সারা বাড়িতে একটা শোকের ছায়া নেমে এসেছে।
পরদিন সকাল ১০টায় স্থানীয় মসজিদের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় খালেদের অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাসহ হাজার হাজার মানুষের ঢল নামে এবং একটি শোকের পরিবেশ সৃষ্টি হয়।
তার এক বোন প্রতিবন্ধী আছে সেই বোন তার খাটিয়া ধরে অন্য রকম করে কান্নায় ভেঙে পড়েন। তার এক বন্ধু বিলাপ ধরে কান্না বিজড়িত কন্ঠে বলেন ও খালেদ আমাকে নাস্তা করার জন্য ঢাকবি না, না বন্ধু তোকে আমি যেতে দিব না। আমাকেসহ নিয়ে চল এইভাবে বিলাপ করতে করতে কয়েকজন বন্ধু মাঠিতে লুঠিয়ে পড়ে।
খালেদের আব্বা হাফেজ মাওলানা আব্দুর রশিদ জানাজার নামাজ পড়ান।

 

আরো পড়ুন।

 

http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *