বিরল স্থলবন্দর শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা
মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার
“ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি নম্বর-২০৮২) এর আয়োজনে বিরল স্থলবন্দর শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি শ্রমিক নেতা মোঃ জাকিরুল ইসলাম।
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সভাপতি শ্রমিক নেতা মোঃ নাজমুল ইসলাম ও সেক্রেটারি মোঃ সেলিম রেজা’সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এজন্য সকল পেশার শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করতে হবে এবং নিজেকে আদর্শ নৈতিকতা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরো পড়ুন।
http://টেকনাফ হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপর দূর্বৃত্ত দলের হামলা