মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাজিম উদ্দিন, সলিমুল্লাহ টুটুল, খোরশেদ আলম।
মোঃ উজ্জ্বল বন্দর উপজেলা প্রতিনিধি।
৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় বন্দর থানার দড়ি সোনাকান্দা চৌরাস্তায় গ্যাস সংকটে ভোগান্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী ও ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
দড়ি সোনাকান্দা তিন গম্ভুজ জামে মসজিদের সভাপতি নূরুল হোসেন’র সভাপতিত্বে ও মাহবুব আলম’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ১৯.২০.২১ নং ওয়ার্ড সাবেক মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, বায়তুল সালাত জামে মসজিদের সভাপতি মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শিক্ষক জনতার জয় হয়েছে, এখন বৈষম্য দূর হয়েছে। তবে আমাদের উপর বৈষম্য কেনো। আমরা বিগত ৪ বছর যাবত কোন গ্যাস পাইনা। মানুষের তেমন কাজকর্ম নাই, আমরা ঠিক মতো চাল/ডাল কিনে আনতে পারিনা, গ্যাসের অভাবে বাচ্চাদের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে পারিনা। লাকরী প্রায় ৭০০ টাকা মন, এলপি গ্যাস কিনতে হয় ১৫০০ টাকায়। বাজার সদাই করব নাকি এগুলো কিনে আনব। সেই ব্যবস্থাটাও করতে পারিনা। তাহলে অন্য কিছু যোগান দিবো কোথা থেকে। এলপি গ্যাস তো দুরের কথা, আমাদের এবং আমাদের সন্তানদের খেয়ে বাঁচার জন্য হলেও গ্যাস দিন। আমাদের এলাকায় গ্যাস নাই, গ্যাস চাই। তাই আমরা ১৯/২০ নং ওয়ার্ডবাসী মাননীয় প্রধান উপদেষ্টা ও জ্বালানী উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাচ্ছি, অতি বিলম্বে ১ মাসের মধ্যে আমাদের এলাকায় গ্যাস সরবরাহ করুন নয়তো আমরা মদনগঞ্জ- মদনপুর মহাসড়ক অবরোধ সহ বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। ১৯৭২ সাল থেকে আমরা গ্যাস ব্যবহার করে আসতেছি, আজ চার বছর যাবত গ্যাসের জন্য কষ্ট করতেছি। আমাদের আর কষ্ট না দিয়ে দ্রুত গ্যাসের ব্যবস্থা করুন।
মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাজিম উদ্দিন, সলিমুল্লাহ টুটুল, খোরশেদ আলম।
আরো পড়ুন।
http://জামায়াতে ইসলামী আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা।