লামা কোম্পানিয়া পাড়া এলাকায় মোয়াজ্জেম হোসেন নামক প্রভাবশালী ভূমি দস্যুর আগ্রাসনের শিকার এক নিরীহ পরিবার।
মোহাম্মদ আলমগীর এবিএন বাংলা টিভি লামা প্রতিনিধি ঃ_
জানা গেছে বান্দরবান পার্বত্য জেলার বহিরাগত মোয়াজ্জেম হোসেন নামক অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য লামার কোম্পানি এলাকায় ভূমি দস্যুতার তান্ডব চালিয়ে যাচ্ছে।
উক্ত ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেনের তাণ্ডবের শিকার হয়ে এলাকার হাজার হাজার পরিবার ভিটে হারা হওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৩০৭ নং চাম্বি মৌজা রবিউল্লার ছেলে হাবিবুর রহমান জানায় উক্ত ভূমির দস্যু মোয়াজ্জেম হোসেন ভাং ও তার বাহিনী জোরপূর্বক তার পিতার নামেও চার একর জায়গায় রাবার বাগান নিজস্ব অফিস , স্থাপনা তৈরি করার পায়তারা করিলে ও ঘর নির্মাণ করার চেষ্টা করিলে ভুক্তভোগী হাবিবুর রহমান মোয়াজ্জেম হোসেন গং কে ঘর নির্মাণ কাজে বাধা দিলে ভূমিদস্য মোয়াজ্জেম হোসেন ও তার বাহিনী হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজনকে হত্যার চেষ্টা, মারধর করার জন্য হাকাবকা করে ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলার অজু করিলে
প্রভাবশালী মোয়াজ্জেম হোসেন গং হাবিবুর রহমানকে মামলা প্রত্যাহার না করিলে মারধর করিবে খুন করিবে ছাড়া করিবে বলিয়া হুমকি দেয়।
ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান কে মারধর ও হত্যার চেষ্টা চালায় ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করিলে ভূমি দুস্যু মোয়াজ্জেম হোসেন খান ও তার বাহিনীরা হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি।
বর্তমানে হাবিবুর রহমান ও তার পরিবার ভূমি দস্যু মোয়াজ্জেম হোসেন খান ও তার বাহিনী কর্তৃক জানমালের নিরাপত্তাহীনতা ভোগিয়া প্রশাসনের ও যৌথ বাহিনীর জরুরি আশু হস্তক্ষেপ কামনা করেন।
আরো পড়ুন।
http://চকরিয়ায় চিংড়ি ঘেরে যুবক গুলিবিদ্ধ।