সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বান্দরবান প্রতিনিধি
আজ বান্দরবান শিশু একাডেমি মিলনায়তনে শিশুকিশোর ও অভিভাবকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শেয়ার
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর বান্দরবান শাখার উদ্যোগে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাখা পরিচালক আজিজ মাহমুদ এর পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক মাহীর ইরতিসাম এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মিরা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক শরীফুল ইসলাম।
ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে ২০২৪ এ ৫০ বছর পূর্ণ করে। ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সেপ্টেম্বর মাস জুড়ে বান্দরবান জেলার সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, গান ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে মোট ৫১জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ ২৫’অক্টোবর ২০২৪, বান্দরবান শিশু একাডেমি মিলনায়তনে শিশুকিশোর ও অভিভাবকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরো পড়ুন।
http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।