নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ও ২০ নং ওয়ার্ড এবং কলাগাছিয়া ইউনিয়নের গ্যাস সংকট নিরসনে কয়েক দিন ধরে দিন রাত তিতাসের প্রকৌশলী ও স্থানীয় গ্যাসের কারিগরিগন কাজ শুরু করেন।
এসময়ে গ্যাসের পাইপের পানি অপসারণ, লিকেট সনাক্ত এবং বিভিন্ন সমস্যায় কাজ করা হয়। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ৭ নভেম্বর রাত ৯ টায় কাঙ্খিত গ্যাসের দেখা মিলল দড়ি সোনাকান্দা এলাকার চৌরাস্তায় সেখানেই জ্বালানো হলো চুলা।
জনসাধারণের কষ্ট লাঘবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, সমাজসেবক আলহাজ্ব আলমগীর হোসেন (Msc)।
স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন, মদনগঞ্জ ফুটবল একাডেমির সহ সভাপতি মাকসুদ হোসেন রলি, বিএনপি নেতা আলী নওশাদ আনোয়ার তুষার, আলমগীর হোসেন আগুন প্রমুখ।
যেহেতু গ্যাসের পাইপের পানি অপসারণ করার পর দড়ি সোনাকান্দা এলাকায় গ্যাসের আগুন দেখা দিয়েছে পর্যায়ক্রমে মাহমুদ নগর, ফরাজিকান্দার, মদনগঞ্জ ও কলাগাছিয়া এলাকায় দ্রুতই গ্যাস পাওয়া যাবে আশা করা যায়।
আরো পড়ুন।
http://দোকান দখলের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন।