আজ দুপুর ১.৩০ মিনিটের সময় বাঁশখালী ডিগ্রী কালেজ, চট্টগ্রাম এর আয়োজনে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসকন ও তার দোসর চিন্ময় এর অনুসারী কর্তৃক মসিজদে হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হ্যত্যার দায়ে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি বাঁশখালী কলেজ থেকে বের হয়ে গুনাগরী প্রদক্ষিণ করে রামদাস মুন্সির হাট হয়ে আবার গুনাগরী মোক্তার টাওয়ারে এসে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, মো তানিম, মো আবু বকর মো আমজাদ, মো রিজাত শাওরাত। আরো উপস্থিত ছিলেন, শিক্ষথী হামিদ , হামিম, কফিল, রাসেল, সাইমুন অনন্য আরও অনেকে।
আরো পড়ুন।
http://লোহাগাড়ায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে ট্রাকচাপায় হত্যা চেষ্টা : ২জন আটক, ট্রাক জব্দ।