গতকাল রাত ৮ ঘটিকার সময় বাঁশখালী ইসলামী যুব কাফেলার আয়োজনে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসকন ও তার দোসর চিন্ময় এর অনুসারী কর্তৃক মসিজদে হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হ্যত্যার দায়ে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি বাঁশখালী মহিলা কলেজ থেকে বের হয়ে চেচুরিয়া হাবিবের দোকান প্রদক্ষিণ করে বৈলছড়ী কে বি বাজার হয়ে কালীপুর বনা পুকুর পাড় হয়ে কেবি বাজারে শেষ হয়ে পথ সভা অনুষ্ঠিত হয়, উক্ত পথসভায় সভাপতিত্ব করেন, বাঁশখালী ইসলামী যুব কাফেলার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হেসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম, সংগ্রামী সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠান উপস্থাপনা করেন, হাফেজ মাওলানা ইবরাহীম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জুনাইদ শওকী, মাওলানা হানিফ আল মাহমুদ, মাওলানা নূর মোহাম্মদ কিবরিয়া, মাওলানা ক্বারী ইমরান,
মাওলানা তৌহিদুল্লাহ, মাওলানা আহমদ নাছির,
হাফেজ মোঃ হেলাল, মাওলানা তৈয়বুল্লাহ ও মাওলানা আমান উল্লাহ শাহী প্রমূখ।
বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন, এদেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে ততকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে বিভিন্ন ভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ভাংচুর ও মুসল্লীদের হামলার ঘটনা ঘটনা ঘটিয়ে ক্ষান্ত হয়নি এ উগ্রবাদী ইসকন সন্ত্রাসীরা। এডভোকেট সাইফুল ইসলাম (আলিফ) কে জবাই করে নৃশংস ভাবে হত্যা করেছে ওই ইসকন সন্ত্রাসীরা। অবিলম্বে আইনজীবী হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছে বাঁশখালী আইনজীবি সমিতির সদস্যরা। এসময় আইনজীবী হত্যার জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে ইসকন নামক এ উগ্রবাদী সংগঠনকে এদেশ থেকে নিষিদ্ধ করার দাবিও জানান।
আরো পড়ুন।