আজ সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লামায় চলছে সপ্তমী শারদীয় দুর্গোৎসব।

আজ সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লামায় চলছে সপ্তমী শারদীয় দুর্গোৎসব।

আজ সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লামায় চলছে সপ্তমী শারদীয় দুর্গোৎসব।

মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধ :-

সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের পাগলীর আগায়
শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমে চলছে ৪ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। উক্ত শ্রী শ্রী জগনাথ ঋষি আশ্রমে এলাকার ও অন্যান্য জায়গা থেকে আগত হাজার হাজার বক্তাগণ উক্ত আশ্রমে প্রসাদ গ্রহণ করেন ও অনুষ্ঠান এ যোগ দেন।
উক্ত অনুষ্ঠানের পুরোহিত করেন শ্রীমৎ জগন্নাথানন্দপুরী প্রতিষ্ঠাতা জগন্নাথ ঋষি আশ্রম পাগলিরা আগা লামা বান্দরবান পার্বত্য জেলা। এ সময় আরো পুরোহিত করেন শ্রীমৎ সত্য চৈতন্য ব্রহ্মচারী (স্বপন) শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং সেবায়ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন এবিএম টিভির
লামা প্রতিনিধ এমডি আলমগীর ও বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ করিম এলএলবি , ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জোসনা আক্তার লিলি প্রমুখ।

আরো পড়ুন।

 

http://টাংগাইলের সখিপুরে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *