সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের পাগলীর আগায়
শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমে চলছে ৪ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। উক্ত শ্রী শ্রী জগনাথ ঋষি আশ্রমে এলাকার ও অন্যান্য জায়গা থেকে আগত হাজার হাজার বক্তাগণ উক্ত আশ্রমে প্রসাদ গ্রহণ করেন ও অনুষ্ঠান এ যোগ দেন।
উক্ত অনুষ্ঠানের পুরোহিত করেন শ্রীমৎ জগন্নাথানন্দপুরী প্রতিষ্ঠাতা জগন্নাথ ঋষি আশ্রম পাগলিরা আগা লামা বান্দরবান পার্বত্য জেলা। এ সময় আরো পুরোহিত করেন শ্রীমৎ সত্য চৈতন্য ব্রহ্মচারী (স্বপন) শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং সেবায়ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন এবিএম টিভির
লামা প্রতিনিধ এমডি আলমগীর ও বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ করিম এলএলবি , ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জোসনা আক্তার লিলি প্রমুখ।
আরো পড়ুন।
http://টাংগাইলের সখিপুরে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা।