বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার জিয়াউর রহমান জিয়া, আশাদুল হক বাবু ও মাদ্রসা ছাত্র মাসুম রেজা শহীদ হোন।
আজ বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পক্ষে শহীদ তিন পরিবারের হাতে ১ লাখ টাকা করে নগদ তিন লাখ টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেন দিনাজপুর জেলা উত্তর জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান।
এ সময় দিনাজপুর জেলা নায়েবে আমির এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আফজালুল আনাম, বিরল উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুর রশিদ, সেক্রেটারী আজমির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশন বিরল উপজেলা শাখা’র সভাপতি নাজমুল ইসলাম, রুকন হাফিজুর রহমান, ০৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুর’সহ স্থানীয় জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।