বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় রুমা উপজেলা বিএনপির পক্ষ থেকে রুমা উপজেলা নিবার্হী অফিসার মোঃআদনান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় রুমা উপজেলা বিএনপির সহ সভাপতি থোয়াইচিঅং মার্মা ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃইদ্রিস মিয়ার সার্বিক তত্ত্বাবধানে রুমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন রুমা বিএনপির সকল অঙ্গ ও সংগঠন নেতৃত্ববৃন্দ।
সাক্ষাৎ শেষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন উক্ত সংগঠনের নেতৃত্ববৃন্দগণ। এসময় এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে ও আইনশৃংখলা বাহিনীর সাবির্ক সহযোগিতা কামনা করে রুমা উপজেলা বিএনপি।
আরো পড়ুন।
http://উদ্বোধনের ২৪ বছর পার হলেও কাজ শেষ হয়নি আয়রন ব্রিজটির স্থানীয় লোকজন ভোগান্তি।