ইলেকট্রনিক শট সর্কিটে কিশোরের মৃত্যু

ইলেকট্রনিক শট সর্কিটে কিশোরের মৃত্যু।

ইলেকট্রনিক শট সর্কিটে কিশোরের মৃত্যু

শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানা ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ লাবিব হাসান (১৬) আজ বেলা সারে পাঁচটায় বাড়ীর পাশ্বে পোল্ট্রি খামারের মুরগীর খাবার দিতে গিয়ে বিদুৎ এর তার শট সর্কিট হয়ে লাবিব এর মৃত্যু হয়েছে বলে যানা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন খামারের মালিক তার আপন চাচা শাহাআলম। তিনি বলেন আমার খামার দেখাশোনা করেন আমার ভাতিজা লাবিব। আজ তার মৃত্যু হয়েছে আমি প্রচন্ড কষ্ট পাইছি। লাবিবের পিতা জয়নাল আবেদীন কে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুর রহমান জিগ্যাসা করেন তার কোন অভিযোগ আছে কি না? জবাবে তিনি বলেন নিজর কাজ করতে গিয়ে মারা গেছেন আমার কোন দাবী বা কোন অভিযোগ নাই। তার মা লাবনী আক্তার একই কথা বলেন। কারো কোন অভিযোগ না থাকায় অফিসার ইনচার্জ দাফন করার অনুমতি দেন। লাবিব এর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকর ছায়া।

আরো পড়ুন।

 

http://আসন্ন বান্দরবান শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবান পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *