উখিয়ায় এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শন
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইয়ংখালী ইউনিয়নের অন্তর্গত ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা কমিউনিটির নারী পুরুষ যুবদলের অংশগ্রহণে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি নাটিকা প্রদর্শন করাহয়।
০২ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্বদাতা সংস্থা হেলভেটাস সাইনপ্রজেক্টের অর্থায়নে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে উখিয়া উপজেলার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্প শফিউল্লাহকাটার একটি এনজিও সংস্থার অফিস প্রাঙ্গণে এই নাটিকাটি প্রদর্শন করাহয়। নাটিকাটিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন ছিন ছিনারী স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ব্যাপক সৌহার্দ্য পূর্ণ পরিবেশের সৃষ্টি করে। যেটা আগামীতে বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক হবে বলে সচেতন মহল মনে করেছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা হেলভেটাসের ফরেইন এক্সিকিউটিভ মারেণ এলিজাবেদ পিটার্স।
বিশেষ অতিথি প্রকল্প ম্যানেজার সুমন কুমার শাহা,প্রকল্প কর্মকর্তা রাজিব দাশ গুপ্ত,সুরাইয়া রহমান,আব্দুল আওয়াল ও এনজিও সংস্থা উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মোস্তফা মনোয়ার পারভেজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ও হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা কমিউনিটির শত,শত নারী,পুরুষ দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://টেকনাফে র্যাবের অভিযানে দুই লক্ষ ইয়াবাসহ আটক-১