প্রশাসনের সুযোগ বুঝেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিকরা।আওয়ামী ফ্যাসিবাদি সরকার পতন হওয়ার পর কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোন সহ শহরের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা দিয়ে একের পর এক অবৈধ ভবন নির্মাণের হিড়িক পড়েছে।আবার কোথাও সড়ক দখল করে চলছে ভবন নির্মাণ। অনেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কে মোটা অংকের টাকায় মেনেজ করে খাস খতিয়ানভুক্ত জায়গায় গড়ে তোলেন বহুতল ভবন।কলাতলী সৈকত পাড়া মসজিদের উত্তর পাশেই পাহাড়ের সাথে লাগোয়া জায়গায় গড়ে তোলা হচ্ছে নতুন ভবন।ভবন এর মালিক এর ভাই মোহাম্মদ ইউনুসের সাতে কতা বলেল সে সংবাদ কর্মীর সাথে খারাপ আচরণ করেন এবং জানায় তারা উন্নয়ন কতৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করে আসতেছেন।এবং ইউনুস এক হোটেল মালিক রোবেল এর সাথে কতা বলতে বলে সংবাদ কর্মী কে হোটেল মালিক রোবেল জানায় তারা আবু জাপর নামে এক উন্নয়ন কতৃপক্ষের কর্মীর অনুমতি নিয়ে কাজ করেন।এখানে স্থানীয় লোকজন জানান কলাতলীর সৈকত পাড়া মসজিদ সংলগ্ন পেছনের গলির উভয় পাশের এক কিলোমিটার জায়গায় বেশী ভবন নির্মাণ হয়। সরকারি জায়গায় এবং পাহাড়ের সাথে লাগোয়া কীভাবে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি সবার কাছে প্রশ্ন। সূত্র মতে কক্সবাজার উন্নয়ন কৃতপক্ষের নিরবতা ভূমিকার কারণে সহজে এসব অবৈধ ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা।
আরো পড়ুন।
http://তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজার সদর খরুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ