কবিতা
এখন আর স্বপ্ন দেখি না তোমাকে নিয়ে
লেখিকা
শিউলি আক্তার
এখন আর স্বপ্ন দেখি না তোমাকে নিয়ে,
আঁকি না দুচোখের কোণে………নেই কোন আশা আজ আমার পোড়া মনে…… এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে ………যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে………… আজ তার সবটুকুই যে মুছে গেছে……তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে……… কষ্টের মায়া জালে হৃদয়টা হয়”কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন।।
আরো পড়ুন।
http://মির্জাগঞ্জে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযান।