সেবা মাস উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর)আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেবরন পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট & জেলা ৩ এর গভর্নর পদপ্রার্থী (২০২৫) এপে. সৈয়দ মিয়া হাসান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক, উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর এসভিপি পাপন বড়ুয়া, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, এপেক্সিয়ান গোপিনাথ ত্রিপুরা সুমন, ক্রীড়াবিদ সাইদুল হক সৈকত প্রমূখ। প্রধান অতিথি জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন "সমাজের সকল শ্রেনির মানুষের কল্যানে এই ধরনের উদ্যোগ সকল ক্লাবের জন্য একটি দৃষ্টান্ত। সকল ধর্মের সকল গোত্রের তথা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য এপেক্স ক্লাব বান্দরবানকে ধন্যবাদ জানান এবং সুবিধা বঞ্চিত মানষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান" জেলা -৩ এর গভর্নর পদপ্রার্থী (২০২৫) সৈয়দ মিয়া হাসান বলেন " যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকে অসহায় অগ্নিদূর্গত ও শীতার্ত মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে, আগামীতেও এভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।
চলতি বছরের Theme Inspire leadership এর জয় হোক।জয় হোক মানবতার।
আরো পড়ুন।
http://নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে।