কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি কমল এর একান্ত বিশ্বস্ত সহযোগী, রামু থানা যুবলীগ কর্মী এবং হত্যা চেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী খোকন’কে রামুর মন্ডলপাড়া এলাকা হতে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে হত্যা মামলা দায়ের হয়। উক্ত হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর একাধিক আভিযানিক দল ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, কক্সবাজার জেলার রামু থানার মামলা নং ২৫/৫০২, তারিখ-১৩/০৯/২০২৪, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৭/৪২৭৪৩৫/১০৯ তৎসহ ৩/৪ the Explosive Substance Act 1908 মোতাবেক হত্যা চেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অদ্য ২৫ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের রামু থানাধীন মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা থেকে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী খোকন (২৪), পিতা-শমসু আলম (রংমিস্ত্রী), সাং-মন্ডলপাড়া, ৪নং ওয়ার্ড, রামু সদর ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বিগত সরকারের আমলে কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি কমল এর একান্ত বিশ্বস্ত সহযোগী এবং রামু থানা যুবলীগ কর্মী ছিল। এই সুবাদে সে এলাকায় মারামারি, লুট-পাট, নাশকতা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ত্রাসের রাজত্ব কায়েম করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন।