উত্তর বঙ্গের ঐতিহ্যবাহি টাংগন ব্যারাজের পাঁচটি সুইজগেট খোলার তারিখ নির্ধারণ করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শাওন আহাম্মেদ। ২৪/১০/২০২৪ ইং তারিখ পানি উন্নয়ন বোর্ডের উপকার ভোগীদের নিয়ে পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আগমী ৩০/১০/২০২৪ ইং তারিখে রাত আট ঘটিকায় সুইজগেট খোলার সিদ্ধান্ত হয়। এই ঐতিহ্যবাহি টাংগন ব্যারাজের সুইজগেট গত ২৪/০৯/১৯৯০ইং তারিখে তৎকালিন রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তর বঙ্গের কৃষকদের কথা চিন্তা করে এই ঐতিহ্যবাহি টাংগন ব্যারাজের পাঁচ বিশিষ্ট সুইচ গেট তৈরী করে তিনটি সাইড ক্যানেল বানানো হয় ততে কয়েক হাজার কৃষক উপকৃত হয়।