মন যে আমার পাগলা হরিন
হরিন ছুটে বেড়ায়
শুধু,টগ বগিয়ে তোমার কাছে বাঁধা আছি করেছো কি জাদু, এমন প্রেমের বাঁধন দিতে কজন পারে বলো, তুমি যে মোর প্রেমের রসিক প্রেমের সুধা ঢালো, জানো কি তুমি আমার কে তুমি আমার সেই
হাসি যা দেখার জন্য আমি হাজারো চেষ্টা করি,
তুমি আমার সেই কবিতা যা লেখার জন্য আমি সারাটা সময় ভাবনায় থাকি
,তুমি হলে আমার সেই স্বপ্ন যাকে আমি সব সময় পূরন করা চেষ্টা করি,
তুমি হলে আমার সেই, ভালোবাসা যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি,
তুমি হলে সেই মানুষ যার দেখা সারাটা দিন আমার হাসিখুশিতে কাটে,
তোমার কিছু হলে আমি অস্থির হয়ে পড়ি,
তুমি হলে আমার সেই পাগলা হরিণ যাকে নিয়ে আমি স্বপ্নের রাজ্যে ঘুড়ি।
আরো পড়ুন।
http://ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্টব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সেবা মাস পালিত।